ফ্রীতে SSH Server ক্রিয়েট করার জন্য কিছু ওয়েবসাইট।
আজকের এই আর্টিকেলে আপনি এমন কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি ফ্রীতেই SSH Server ক্রিয়েট করতে পারবেন।
ইতোমধ্যে অনেকেই কিন্তু ফ্রী ইন্টারনেটের কথা জেনে গিয়েছেন, আর যেহেতু ফ্রী ইন্টারনেটের ব্যাপারে জানেন সো কনফিগ সম্পর্কেও হয়তো আপনাদের ধারনা আছে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই ব্লগ ওয়েবসাইট ফলো করেন তারা তো অফকোর্স জানেনই।
তো ওই কনফিগ বানানোর জন্য কিন্তু SSH Server এর প্রয়োজন হয়। আমি কয়েকটা ভিডিও টিউটোরিয়ালেও দেখিয়েছি সেটা।
আর SSH Server বানানোর জন্য কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে হয় না কারন একটা ওয়েবসাইটে ফ্রী সার্ভারের একটা ডেইলি লিমিট করা থাকে। আর এইজন্যই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থেকেই SSH Server বানাতে হয়।
আর ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করে খোজা অনেক টাফ ব্যাপার। তাই আপনাদের কথা চিন্তা করেই আমি নিজে রিসার্চ করে ৫০ টার মতো ওয়েবসাইট ম্যানেজ করেছি যেখান থেকে আপনি SSH Server ক্রিয়েট করতে পারবেন।
Here is a list of Websites that have SSH Servers and are free:
ওয়েবসাইটগুলো একটা একটা করে চেক করে বের করা। প্রচুর সময় লেগেছে। আশা করি কনফিগ বানানোর জন্য ওয়েবসাইটগুলো আপনাদের কাজে আসবে।
আর হ্যা, কিছু ওয়েবসাইটের সার্ভার কাজ নাও করতে পারে, প্রতিদিন সার্ভার চেঞ্জ হওয়ার কারনে। সো নিজেরা চেক করে দেখে নিবেন, ধন্যবাদ।
জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে!
© SABBiRTUN - Bangla Tech Forum
Join the conversation